সিএমএম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিজিবি
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনা হবে কিছু সময়ের মধ্যে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোট প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা আদালত এলাকায় আসেন। এছাড়া আগে থেকেই আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন পুলিশের সদস্যরা।
বিজ্ঞাপন
জানা গেছে, নিউমার্কেটের দোকান কর্মচারী মৃত্যুর ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এই মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চাইবে পুলিশ। ইতোমধ্যে আদালতে মামলা ও রিমান্ড আবেদনের কাগজ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে গ্রেপ্তার হওয়ার পর গতকাল রাত থেকেই তারা ডিবি হেফাজতে রয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।
এমএইচএন/এসকেডি