রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার ‘গাঙচিল বাহিনী’র সদস্য মো. নাঈম ওরফে ‘ভাগিনা নাঈম’র (২৩) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন মোহাম্মদপুর থানার অস্ত্র আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৫ মে) রাতে র‌্যাব-২ এর আভিযানিক দল মোহাম্মদপুরের বেড়িবাঁধের আক্কাসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন জব্দ করা হয়। 

টিএইচ/জেডএস