যৌথবাহিনীর কাজে বাধা : ৩ দিনের রিমান্ডে ডা. কথক দাশ
সংগৃহীত ছবি
যৌথবাহিনীর কাজে বাধা দেওয়া ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় ডা. কথক দাশকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ষষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামি ডা. কথক দাশকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ইসকন নিয়ে অন্যের ফেসবুক পোস্ট শেয়ার করায় গত বছরের ৫ নভেম্বর রাতে নগরের হাজারী গলির ব্যবসায়ী ওসমান আলীকে দোকানে অবরুদ্ধ করে হামলা চালানো হয়। ওসমানকে উদ্ধারে গেলে যৌথবাহিনীর ওপর ইটপাটকেল ও এসিড নিক্ষেপ করে হামলাকারীরা। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন। পরে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ মামলা দায়ের করেন। সেখানে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডা. কথক দাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এমআর/জেডএস