সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢাকা পোস্টের বিশেষ প্রতিবেদন
স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় গত বছরের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই রোডম্যাপের সার্বিক দিক পর্যালোচনা, বাস্তবায়নের অগ্রগতি ও রোডম্যাপ বাস্তবায়ন হলে কেমন হবে বিচার বিভাগ, তা নিয়ে গত ২ এপ্রিল বিশেষ প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট।
প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন কতদূর?— এই শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টে ব্যাপকভাবে প্রশংসিত হয় প্রতিবেদনটি।
বিজ্ঞাপন
রোববার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা পোস্টের বিশেষ প্রতিবেদনটি ওয়েব সাইটের নিউজ আপডেট ক্যাটাগরিতে আপলোড করা হয়েছে। নিউজ আপডেটে ক্লিক করলেই— ‘প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন কতদূর?’ শিরোনামে ঢাকা পোস্টের প্রতিবেদনটি চলে আসে।
ওয়েবসাইট থেকে আইনজীবীদের অনেকে প্রতিবেদনটি পড়েছেন। আইনজীবী সৌমিত্র সরদার ঢাকা পোস্টকে বলেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ঢাকা পোস্টের প্রতিবেদন পড়ে প্রধান বিচারপতির রোডম্যাপের সার্বিক বিষয়ে জেনেছি।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আজিজ আহমেদ ভূঞা বলেন, বিচার বিভাগের জন্য প্রধান বিচারপতি যে রোডম্যাপ ঘোষণা করেছেন, ঢাকা পোস্টের রিপোর্টে তার সবগুলো বিষয় উঠে এসেছে। প্রধান বিচারপতি প্রতিবেদনটির প্রশংসা করেছেন।
এমএইচডি/এমজে