কাভার্ডভ্যানে ইয়াবা পাচার : একজনের যাবজ্জীবন, তিনজন খালাস
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা মাদক মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৬ মার্চ কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ জানায়, কাভার্ডভ্যান মালিক রফিকুল ইসলাম কক্সবাজারের রামু থেকে বিশেষ কৌশলে ইয়াবাগুলো নিয়ে এসেছিলেন। ২০২২ সালের ১১ মে এই মামলায় চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
বিজ্ঞাপন
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় আটজন সাক্ষ্য দিয়েছেন। এতে আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এমআর/এআইএস