জুলাই অভ্যুত্থানের দুই মামলায় তদন্তের সময়সীমা বাড়ল
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে নিচে ফেলে শহীদ শাইখ আশহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া একই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৮ মে) রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই সময়সীমা বৃদ্ধির আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।
এই দুটি মামলায় আজ ছয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে সাভারে ইয়ামিন হত্যা মামলার চারজন আসামি হলেন পুলিশের সাবেক সদস্য সোহেল মিয়া, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে সুজন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া যুবলীগের ঢাকা জেলা শাখার সদস্য মো. মিজানুর রহমান এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাভার উপজেলা শাখার নেতা জাকির হোসেন। শেষের তিনজন আগে থেকেই অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন।
বিজ্ঞাপন
সাভারের এই ঘটনায় দায়ের করা মামলায় শুরুতে ১০ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় পরবর্তীতে আরও তিনজনকে আসামি করা হয়। আজ এই মামলায় আরো একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলায় আজ দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। তারা হলেন- আনসারের সাবেক সদস্য ওমর ফারুক এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা কে এম ফজলে রাব্বি।
এমএইচএন/জেডএস