দ. আফ্রিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির মত বিনিময়
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন।
মঙ্গলবার (২০মে) দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে দুই দেশের প্রধান বিচারপতির মত বিনিময় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাক্ষাতকালে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা বিনিময় করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে অবহিত করেন।
এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সরকারি সফরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশটিতে গঠিত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতা নিতে এ সফরে গেছেন তারা।
এমএইচডি/এসআইআর