ঈদে গরুর হাটে গাড়ি চুরি চক্রের একজন রিমান্ডে
ঈদুল আজহার দিন রাজধানীর ধোলাইখাল গরুর হাট থেকে পিকআপ চুরির ঘটনায় গ্রেপ্তার সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মো. মানিক চৌধুরীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ জুন) আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মিঠু আহম্মেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ওয়ারী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক অনুপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি একটি সংঘবদ্ধ গাড়ি চোরাই চক্রের সক্রিয় সদস্য। এই আসামি তার অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কৌশলে বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল। গত ৭ জুন ঈদুল আজহার দিনে আসামিরা ধোলাইখাল গরুর হাটে পার্কিং করে রাখা ৯ লাখ টাকার একটি পিকআপ গাড়ি চুরি করে। এ ঘটনায় পিকআপের মালিক মিজানুর রহমান ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি মানিক চৌধুরীরকে গত বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন রসুলপুর থেকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চুরি হওয়া পিকআপটি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ ধর্মশুর থেকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এনআর/এমএ