বায়রায় প্রশাসকের কার্যক্রম চালাতে বাধা নেই : আপিল বিভাগ
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) প্রশাসক নিয়োগের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে বায়রায় প্রশাসকের কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (২২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে প্রশাসকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। বায়রার পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর প্রশাসক নিয়োগ দিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন করতে নির্দেশ দেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পৃথক রিট নিষ্পত্তি করে এ নির্দেশ দেন।
বাণিজ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
গত বছরের ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল চ্যালেঞ্জ করে আনা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৫ নভেম্বর বায়রার নির্বাচনী তফসিল স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আনা আবেদনের শুনানি নিয়ে গত ১১ নভেম্বর বায়রার নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আপিল বিভাগ হাইকোর্টকে বায়রার নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তি করতেও নির্দেশ দেয়। সে অনুযায়ী হাইকোর্টে রুলের ওপর শুনানি শেষে রায় দেন।
এমএইচডি/এআইএস