জোড়া খুন
সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নার ৩ দিনের রিমান্ড
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকলিয়া থানার পরিদর্শক মোজাম্মেল হক বলেন, জোড়া খুনের ঘটনায় আসামি শারমিন আক্তার তামান্নাকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ১০ মে দিবাগত রাতে দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৫ মার্চ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তারের পর চট্টগ্রামে একটি জোড়া খুনের ঘটনা ঘটে। ৩০ মার্চ নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, সন্ত্রাসী সাজ্জাদ ও সন্ত্রাসী সরোয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।
এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় চট্টগ্রামের কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে হুকুমের আসামি করা হয়।
এমআর/বিআরইউ