নাসার কর্মীদের বেতন পরিশোধে ৮৬ কোটি টাকা অবমুক্ত
নাসা গ্রুপের কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের জন্য গ্রুপটির মালিক নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রীর নামীয় বিও একাউন্ট থেকে শেয়ার বিক্রির জন্য ফ্রিজ হওয়া দুই একাউন্ট অবমুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। বিও দুই অ্যাকাউন্টের বিপরীতে ৮৬ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৫৯৫ টাকা মুল্যমানের শেয়ার রয়েছে।
দুর্নীতির মামলায় কারাগারে আটক থাকা নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নাসা গ্রুপের শ্রমিক কর্মকর্তাদের পক্ষে আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য প্রথমে দুই বিও অ্যাকাউন্টের শেয়ার বিক্রি করে ইসলামী ব্যাংকের একটি একাউন্টে যাবে এরপরে সেটা থেকে আরটিজিএস যোগে ডাচ-বাংলা ব্যাংকের একটি স্যালারি একাউন্টে যাবে। সেখান থেকে প্রত্যেক শ্রমিকদের বেতন ভাতা স্ব স্ব শ্রমিকের একাউন্টে চলে যাবে।
তিনি আরও বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক চিঠির বরাতে দুদকের পরামর্শক্রমে আদালতের আদেশ ও নির্দেশন অনুযায়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে এই প্রক্রিয়া গঠন ও গ্রহণ করা হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে, যিনি আদালত নিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রশাসকের দায়িত্ব মধ্যে রয়েছে- সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট বিও একাউন্টের শেয়ার বিক্রির যথাযথ ভূমিকা নিশ্চিত করা। অভিযুক্ত ব্যক্তির ইসলামী ব্যাংকের হিসাব পুনরায় সচল করা ও শেয়ার বিক্রির অর্থ সেই হিসাবে জমা করা। বিক্রিত শেয়ারের অর্থ ইসলামী ব্যাংক থেকে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের কারওয়ান বাজার শাখার বেতন হিসাবে আরটিজিএস এর মাধ্যমে স্থানান্তর করা। এই অর্থ শুধুমাত্র নাসা গ্রুপের কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে ব্যবহৃত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। বেতন সরাসরি কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হচ্ছে কিনা তা যাচাই করা।
প্রতি মাসে আদালতে প্রতিবেদন জমা দেওয়া, যাতে কোনো অনিয়ম বা অমান্যতার তথ্য থাকলে তা উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে আটক করে পুলিশ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলা ও দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এনআর/এমএসএ