ভাসানটেকে শাহ আলম হত্যায় গ্রেপ্তার ১
রাজধানীর ভাসানটেকে শাহ আলম (৩৮) হত্যার ঘটনায় মো. রহমত উল্ল্যাহ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জের ধর্মপাশায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, তাকে ঢাকায় এনে বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
গত ১ জানুয়ারি উত্তর ভাসানটেক এলাকায় বাসার তালা ভেঙ্গে শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। পরে নিহতের ছোট ভাই মো. হাফিজুল বাদী হয়ে ভাসানটেক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ করে হত্যার ঘটনায় অভিযুক্ত রহমত উল্ল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, রহমত উল্ল্যাহর সঙ্গে নিহত শাহ আলমের এক বছর আগে পরিচয় হয়। তাদের মধ্যে ভাল সর্ম্পক গড়ে উঠে। শাহ আলম টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত রহমতের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। রহমত বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি।
পুলিশের ভাষ্যমতে, শাহ আলমকে হত্যার উদ্দেশ্যে গত ১ জানুয়ারি রাতে তার বাসায় যায় রহমত। শাহ আলম ঘুমিয়ে গেলে রাত ৪ টার দিকে চাকু দিয়ে শাহ আলমের পিঠে আঘাত করে এবং বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে হত্যায় ব্যবহৃত চাকুটি বিছানার নিচে লুকিয়ে রেখে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায় রহমত ।
জেইউ/এসআরএস