সংগৃহীত ছবি

করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে আগামী ১৮ ডিসেম্বর (শুক্রবার) ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ পালন করা হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ১৮ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে।

সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সভাপতিত্বে জাজেস কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার অংশ নেন।

এছাড়া অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজলও অংশ নেন।

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

এমএইচডি/জেডএস