অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বিষয়ে কমিটি গঠনের নির্দেশ
সুপ্রিম কোর্টসহ সারা দেশের অধস্তন আদালতে কী পরিমাণ নিরাপত্তা আছে, সে বিষয়ে রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দীন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
রুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
গত বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আদেশ জারি করা হয়। কিন্তু সেই আদেশের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১৬ নভেম্বর আইনজীবী মেহেদী হাসান বাদী হয়ে হাইকোর্টে রিট করেন।
বিজ্ঞাপন
আজ ওই রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক এবং মোকাদ্দাস আহমদ। শুনানিতে আইনজীবীরা উল্লেখ করেন, অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। এর আগে ২০০৫ সালে বিচার বিভাগের দুজন বিচারককে হত্যা, বিচারকদের বাসায় চুরি এবং সম্প্রতি রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে খুন হয়েছে। এ ধরনের আরও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা বিচার বিভাগের জন্য অশনিসংকেত। শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও আদেশ দেন।
এমএইচডি/এমজে