সুনামগঞ্জের ডিসি-এসপির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
আদালতের রায়ের পরও সুনামগঞ্জের জাদুকাটা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ না করায় সুনামগঞ্জের ডিসি, এসপি ও তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার উজ্জ্বল হোসেন, ব্যারিস্টার ভ্যালী চাকমা, অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
এর আগে আদালতের রায়ের পরও সুনামগঞ্জের জাদুকাটা নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ না করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন ওই এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম।
বিজ্ঞাপন
এমএইচডি/এমজে