স্থগিত এমসিকিউ পরীক্ষাও
বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, পুনর্মূল্যায়ন হবে সব উত্তরপত্র
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার পুনর্মূল্যায়নে ফল বাতিণল করা হয়েছে। রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র ফের পুনর্মূল্যায়ন করা হবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) এনরোলমেন্ট কমিটি বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, বার কাউন্সিলের গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফল ২৫ অক্টোবর প্রকাশিত হয়। ওই ফলাফলে ৭৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর অকৃতকার্য প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্নভাবে ফল পুনর্মূল্যায়নের আবেদন জানানো হয়। এ বিষয়ে বার কাউন্সিলের অধিকাংশ নির্বাচিত সদস্য এনরোলমেন্ট কমিটির সভায় সশরীরে উপস্থিত হয়ে আবেদনগুলো আমলে নেওয়ার অনুরোধ জানান।
এ পরিস্থিতিতে এনরোলমেন্ট কমিটি স্বপ্রণোদিত হয়ে ২৬ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে রিভিউ আবেদন আহ্বান করে। নির্ধারিত সময়ের মধ্যে ৭৫৫৮ জন অকৃতকার্য প্রার্থী রিভিউ আবেদনের মাধ্যমে তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের অনুরোধ জানান। যা শতকরা হিসেবে প্রায় ৮২ শতাংশ।
বিজ্ঞাপন
আবেদন সংখ্যা অত্যধিক বিবেচনায় কমিটি সিদ্ধান্ত নেয়, যেসব অকৃতকার্য প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৭ নম্বর পেয়েছেন, তাদের ৩ নম্বর গ্রেস দিয়ে পাশ নম্বর ৫০ ধরে উত্তীর্ণ ঘোষণা করা হবে। সেই অনুযায়ী ১৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের উত্তীর্ণ ঘোষণা করা হয়।
তবে রিভিউ ফল প্রকাশের পর আবারও অকৃতকার্য প্রার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটি ২৩ নভেম্বরের বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত নেয়, ১৮ নভেম্বরের রিভিউ ফল বাতিলপূর্বক রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।
এ ছাড়া আগামী ২৯ নভেম্বরের পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
পরীক্ষা সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমএইচডি/এসএম