রাজধানী রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ২২ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পুলিশ পরিদর্শক মোকাম্মেল হক।

বৃহস্পতিবার (২৪ জুন) আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে চার্জশিটের এ তথ্য জানা গেছে। মামলার অপর আসামি হলেন হালিম মৃধা। বেলুন বিক্রেতা আবু সাঈদ সিলিন্ডারটি তার কাছ থেকে কিনে দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক বিক্রেতা। এ সময় হঠাৎ বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই ৬ শিশুর মৃত্যু হয়। নিহত শিশুরা হলো : রুবেল, ফারজানা, রমজান, নুপুর, রিয়া মনি ও রিফাত। এ ঘটনায়  আবু সাঈদসহ আহত হন আরও ২০ জন। এ ঘটনায় ওই দিন রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা করেন।

টিএইচ/এসকেডি