সাভারে নারীকে ধর্ষণের দায় স্বীকার দুই আসামির
সাভারে নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে জবানবন্দি দেন তারা। আসামিরা হলেন: অমিত হাসান ও তারেক রহমান।
আদালত সূত্রে জানা গেছে, সাভার থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বৃহস্পতিবার ওই দুজনসহ তিনজনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম। এরপর অমিত হাসান ও তারেক রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তিনি। একইসঙ্গে রাব্বি নামে আরেকজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান আসামি অমিত হাসানের এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান আসামি তারেক রহমানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া আরেক আসামি রাব্বিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত ২২ জুন রাতে কারখানায় কাজ শেষে ওই নারী বাড়ি ফিরছিলেন। পথে নয়াবাড়ি পশ্চিমপাড়া এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া তার দুই সহকর্মী তারেক ও রাব্বি তাকে উঠিয়ে পাশের কামালের ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে যায়। পরে সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করে অভিযুক্তরা। এক পর্যায়ে ওই নারীকে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় নারী শ্রমিকের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করে।
টিএইচ/এসকেডি
বিজ্ঞাপন