বিজন কুমার সাহা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার বাবা বিশিষ্ট সমাজসেবক বিজন কুমার সাহা মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে নড়াইল নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার (২৫ জুন) তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত্যুকালে তার দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে বিকাশ কুমার সাহা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় যুগ্ম সচিব এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব। আরেক ছেলে বিধান কুমার সাহা। বড় পুত্রবধূ লিপিকা ভদ্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অপরজন আইএফআইসি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। 

বৃহস্পতিবার রাতেই নড়াইল শ্মশানঘাটে দাহ কাজ সম্পন্ন করা হয়।

টিএইচ/ওএফ