৭ লাখ ইয়াবা উদ্ধার : ফারুকের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. ফারুক নামের এক আসামির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ফারুকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান।
বিজ্ঞাপন
মামলার বিবরণ থেকে জানা যায়, র্যাব-৭ ২০১৬ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করে। ওই সময় গ্রেফতার করা হয় ফারুক ও আবুল কালামসহ সাত ব্যক্তিকে। এ ঘটনায় করা মামলায় গত ৩১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান মো. ফারুক ও কারামুক্ত হন। পরে তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদন শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন।
এমএইচডি/ওএফ
বিজ্ঞাপন