উদ্ধার সাপের বিষের ছবি

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় সাপের বিষসহ গ্রেপ্তার পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

আদালতের সংশ্লিষ্ট থানা সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রামপুরা থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

গত শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করে র‍্যাব-১২। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রায় ৮৫ কোটি টাকার সাপের বিষসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা সাপের বিষ ফ্রান্স থেকে ঢাকায় আনা হয়েছিল। যা অন্য কোনও দেশে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাচার চক্রের কাছ থেকে মোট ১২ পাউন্ড সাপের বিষ, ৬টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে।

টিএইচ/জেডএস