কাকরাইলে মা-ছেলে হত্যা : রায় ঘোষণার দিন ধার্য হতে পারে আজ
মহানগর দায়রা জজ আদালত
রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণার দিন ধার্য হতে পারে আজ।
রোববার (১০ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের এ দিন ধার্য করবেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ জানুয়ারি আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষ করেন। শুনানি শেষে আসামিদের বেকসুর খালাস দাবি করা হয়।এরপর রাষ্ট্রপক্ষকে যুক্তিখণ্ডন করার জন্য আদালত (১০ জানুয়ারি) এ দিন ধার্য করেন।
মামলায় আসামিরা হলেন- নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।
বিজ্ঞাপন
গত বছরের ৩১ জানুয়ারি এ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০১৮ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (‘ও’ লেভেল শিক্ষার্থী) গলা কেটে হত্যা করা হয়। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আদা, রসুন ও পেঁয়াজ আমদানিকারক।
এ ঘটনায় পরের দিন ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা ও মুক্তার ভাই জনিসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
টিএইচ/এসএম