অস্ত্র আইনে হওয়া মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির এক সদস্যকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম সোহেল রানা। 

রোববার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাকছুদা পারভিন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্ত্র আইনে দায়ের করা এ মামলায় অস্ত্র রাখার অপরাধে ১০ বছর কারাদণ্ড এবং গুলি রাখার অপরাধে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে। সেক্ষেত্রে তার ১০ বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক।

এর আগে পৃথক দুই ধারায় অস্ত্র আইনে সোহেল রানার নামে মামলা দায়ের করে রাজধানীর উত্তরা পূর্ব থানা। 

জানা যায়, ২০১৬ সালের ১৬ জুন বিমানবন্দর এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। মাসখানেক পর মামলায় চার্জশিট দেওয়া হয়। এরপর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নিয়েছেন। 

সোহেল রানার বিরুদ্ধে বিস্ফোরক এবং সন্ত্রাস বিরোধী আইনে আরও দুটি মামলা বিচারাধীন বলে জানা গেছে।

টিএইচ/এইচকে