রাজের পর্নোগ্রাফি মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ
প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে বনানী থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলা তদন্ত করে ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (৬ আগস্ট) বনানী থানার পর্নোগ্রাফি মামলার এজাহার আদালতে পৌঁছায়। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এজাহার গ্রহণ করেন। তিনি মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এছাড়া রাজের বিরুদ্ধে মাদক আইনেও একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া। তিনি বলেন, পর্নোগ্রাফি মামলায় রাজের সহযোগী মো. সবুজ আলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫ আগস্ট সন্ধ্যায় নজরুল ইসলাম ওরফে রাজ ও মো. সবুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এরপর রাতে আদালত তাদের দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে রাজকে আটক করে র্যাব। তখন তার বাসা থেকে মাদকদ্রব্য ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
টিএইচ/এইচকে