খালেদার জিয়ার পুরনো ছবি

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার অভিযোগ গঠন শুনানি আজ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ কারাগারের দ্বিতীয় ভবনে স্থাপিত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম অস্থায়ী আদালতের বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে গত ২০১৭ সালের ১২ নভেম্বর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে অপর মামলাটি দায়ের করেন। পরে সেই মামলায়ও ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

পরবর্তীতে এ দুই মামলায় জামিন পান সাবেক এ প্রধানমন্ত্রী।

টিএইচ/এমএইচএস