খন্দকার আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
আব্দুল মান্নানের জানাজায় মেয়র তাপস
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমানসহ বারের সভাপতি-সেক্রেটারি ও বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এদিন তার মৃত্যুতে ঢাকা মহানগর দায়রা আদালত, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের মামলার বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়েছে।
আব্দুল মান্নানের জানাজায় মেয়র তাপস
বিজ্ঞাপন
খন্দকার আব্দুল মান্নান আইনাঙ্গনের সাদা-শার্টের সম্মান ও মর্যাদা বহন করেই (এই পৃথিবী) ছেড়ে চলে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা আইনাঙ্গনে যে সাদা শার্ট পরে থাকি, সে সাদা শার্টের যে মর্যাদা এবং সম্মান, খন্দকার আব্দুল মান্নান সে মর্যাদা ও সম্মান বহন করে চলে গেছেন।
তাপস আরও বলেন, আমরা অত্যন্ত শোকাহত। একজন আইনজীবীর যত গুণাবলী থাকা প্রয়োজন, খন্দকার আব্দুল মান্নান সকল গুণাবলীর সম্মানিত একজন মানুষ ছিলেন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। আমরা আজ যেন তার কর্মকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। আমরা আব্দুল মান্নানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করছি।
এর আগে বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছুদিন আগে আব্দুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হন। এরপর আবার অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
টিএইচ/এএসএস/এমএইচএস