হাইকোর্ট

কিশোর উন্নয়ন কেন্দ্রে জন্ম নেওয়া তিন মাস বয়সী শিশুসহ চাঁদপুরের এক কিশোরী মাকে স্বামীর জিম্মায় দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বলেন, ২০১৯ সালের ১৮ ফ্রেব্রুয়ারি চাঁদপুরের কামাল নামের এক ব্যক্তি ও ওই কিশোরী ভালোবেসে বিয়ে করেন। কিশোরীর মা থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে অপহরণ ও ধর্ষণ হয়নি বলে আদালতে জবানবন্দি দেন কিশোরী। ২২ ধারায় জবানবন্দিতে তিনি নিজের বয়স ১৬ বলে দাবি করেন। আদালত তাকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। সেসময় কিশোরী অন্তঃসত্ত্বা ছিলেন।

পরে কিশোর উন্নয়ন কেন্দ্রে একটি মেয়ে সন্তানের জন্ম দেন কিশোরী। গত বছরের অক্টোবরে জামিন পান কিশোরীর স্বামী কামাল। পরে তিনি স্ত্রীকে নিজের জিম্মায় নেওয়ার আবেদন করেন। চাদঁপুরের আদালতে আবেদন করলে তা খারিজ হয়। বিষয়টি হাইকোর্টে এলে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ককে কিশোরী ও তার সন্তানসহ হাজিরের নির্দেশ দেন আদালত।

বৃহস্পতিবার সন্তানসহ কিশোরীকে হাইকোর্টে হাজির করা হয়। হাইকোর্ট কিশোরীর মতামত নিয়ে তাকে সন্তানসহ স্বামীর জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

এমএইচডি/এসআরএস