গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার দুটি মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।  

পরে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনে তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। দিন দিন তার অসুস্থতা বেড়েই চলেছে। করোনার প্রকোপে বেগম জিয়া মুক্তি পেয়েও নিজ বাসায় অবস্থান করছেন। চিকিৎসা গ্রহণ সম্ভব হচ্ছে না। ব্যক্তিগত চিকিৎসক বাসায় চিকিৎসা দিলেও তার কোনো উন্নতি হচ্ছে না।

আবেদনে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার উল্লেখ করেন, মামলার একমাত্র আসামি বেগম খালেদা জিয়া সরকারের নির্দেশে বাসায় মুক্ত আছেন। তার বয়স ৭৬ বছর চলছে। অসুস্থ বেগম জিয়া আদালতে হাজির হতে পারছেন না।

এমন অবস্থায় অভিযোগ গঠন শুনানির কার্যক্রম স্থগিতের আবেদন করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নান মারা যাওয়ায় নিম্ন আদালতের কার্যক্রম  স্থগিত থাকে। এজন্য খালেদা জিয়ার মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ জানুয়ারি ধার্য করেন আদালত।

টিএইচ/এসআরএস