রাজধানীর রামপুরায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরে যাওয়া অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম হত্যা মামলার আসামি হাজী বাবুর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম ২০১৩ সালের ২৯ আগস্ট নিজের বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নিহতের জামাতা ব্যারিস্টার মুকিম উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার মূল আসামি রাজিব হোসেন ওরফে ভণ্ড রাজিব পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

এছাড়া পুলিশ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার ও তদন্ত শেষে ২০১৭ সালে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় হাজী বাবু নামে এক আসামি চলতি বছরের ২২ মার্চ আত্মসমর্পণ করেন। এরপর হাইকোর্ট গত ২ মে তাকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এমএইচডি/এসএম