১৬৫০ কৃষি কর্মকর্তা নিয়োগ নিয়ে আপিল শুনানি সোমবার
কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক হাজার ৬৫০ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে জারি হওয়া রুল খারিজের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন চেম্বার আদালত।
শনিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
বিজ্ঞাপন
এর আগে গত ১৬ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক হাজার ৬৫০ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
তাদের নিয়োগ নিয়ে জারি করা ২০টি রুল খারিজ করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
বিজ্ঞাপন
সেদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, আদালতের এ রায়ের ফলে এ এক হাজার ৬৫০ জনের নিয়োগ প্রক্রিয়া বৈধ। পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রিটকারীরা।
২০১৮ সালের ২৩ জানুয়ারি এক হাজার ৬৫০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পরিপ্রেক্ষিতে সব ধরনের পরীক্ষা শেষে ২০২০ সালের ১৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয়। কিন্তু এতে কোটা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ না করে প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ প্রার্থী।
এতে ফল না পেয়ে মো. রাশেদুল ইসলামসহ চাকরিপ্রার্থী ৩৪ জন নিয়োগের বৈধতা নিয়ে রিট আবেদন করেন। পরে আরও অনেকে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে ২০টি রুল জারি করা হয়।
এমএইচডি/আরএইচ