ফেসবুকডটকমডটবিডির ওয়েবসাইট

বিটিসিএল থেকে বরাদ্দ নেয়া ফেসবুকডটকমডটবিডি নামের ডোমেইনের মালিক এস কে শামসুল আলমের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের করা ক্ষতিপূরণ মামলা আমলে নিয়ে ডোমেইনটি পরিচালনায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এস কে শামসুল আলমে বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার (৪৪ লাখ টাকা) ক্ষতিপূরণের মামলা করে ফেসবুক কর্তৃপক্ষ।

সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ আদেশ দেন। ফেসবুকের আইনজীবী মো. মোকছেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখন থেকে ফেসবুকডটকমডটবিডি নামের ডোমেইনটি আর পরিচালনা করতে পারবে না। এ বিষয়ে আদালত একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন।’

গত ২২ নভেম্বর ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেয়ায় শামসুল আলমের বিরুদ্ধে ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করে ফেসবুক। ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজদারি আইনের ১৫১ ধারায় মামলাটি দায়ের করা হয়। একইসঙ্গে মামলায় ডোমেইনটির বন্ধের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেসবুকডটকমডটবিডি’ নামে একটি দেশি ডোমেইন খোলে। এরপর ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তারপর এটি বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বিটিসিএল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ পাঠায়। নোটিশ পাঠালেও তারা ডোমেইনটি বন্ধ করেনি। বরং ডোমেইনটি বিক্রির জন্য ওই ব্যক্তি বিজ্ঞাপন দেন। এছাড়া এর আগে ফেসবুকডটকমডটবিডি নামে বিটিসিএল থেকে ডোমেইন বরাদ্দ নেওয়ায় এস কে শামসুল আলমের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।

টিএইচ/এফআর