ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ। আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান শেষে এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।

২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

অভিজিৎ হত্যা মামলার আসামিরা হলেন- মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। ওই বছরের ১১ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক মজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়।

টিএইচ/এসএম