অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

রোববার (২৪ জানুয়ারি) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার তাদেরকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

গত বছরের ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যান। এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগের জের ধরে ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন।  

এরপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দুটি পদ শূন্য হয়ে যায়। রোববার দুই শূন্যপদে আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন। এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল তিনজনে। আরেকজন হলেন এস এম মুনীর।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ২০১৮ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ছায়াতলে থেকে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।

 

এমএইচডি/জেডএস