৪ মাস জামিন চাইতে পারবেন না ডাক কর্মকর্তা নুর মোহাম্মদ
অর্থআত্মসাৎ মামলার আসামি চট্টগ্রাম ডাক বিভাগের সহকারী পোস্ট মাস্টার-(৬) নুর মোহাম্মদ আগামী চার মাস দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না। তথ্য গোপন করে জামিন চাওয়ায় তার বিরুদ্ধে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক শুনানিতে আদালত বলেছেন, জামিন প্রশ্নে একটি রুল বিচারাধীন থাকা অবস্থায় আরেকটি রুল হাসিল করা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। এত স্মার্ট ক্লায়েন্ট আমাদের প্রয়োজন নেই। এ ধরনের ঘটনা প্রায়শই আমাদের নজরে আসছে।
বিজ্ঞাপন
তথ্য গোপনের বিষয়টি আদালতের নজরে এলে রোববার (২৪ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরপর তাকে ছয় মাসের দেশের কোনো আদালতে জামিন চাওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন। এ পর্যায়ে তার আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, বয়স বিবেচনায় নিয়ে মেয়াদ কমিয়ে দেন। এরপর চার মাস নুর মোহাম্মদ কোনো আদালতে জামিন চাইতে পারবে না বলে আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
এমএইচডি/এফআর