অর্থআত্মসাৎ ও পাচারসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে বিদেশে পালিয়ে যাওয়া আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের  দুই সহযোগীকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়েছে।

আসামিরা হলেন- পিপলস লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা সিনিয়র স্পেশাল জজ একেএম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হয়। সেখানে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

২৪ জানুয়ারি বিকেলে সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান পি কে হালদারের ওই দু্ব সহযোগীকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে মো. গুলশান আনোয়ার প্রধান বলেছিলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’

এদিকে আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) কেলেঙ্কারিতে ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩৩ জন শীর্ষ কর্তার বিরুদ্ধে পৃথক ৫ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ জানুয়ারি) দুদক সচিব মো. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

টিএইচ/এসএম