চট্টগ্রামের পাচঁলাইশ মডেল থানার এসআই কাজী মাছুমুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। জোরপূর্বক দেহ ব্যবসায়ে বাধ্য করানোর ঘটনায় দুই নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পরিবর্তে মানবপাচার আইনের মামলা করায় তাকে তলব করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

হাসিনা ও পলি আক্তার নামে দুই নারীর জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ জাুনয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত দুই নারীকে জামিন না দিয়ে রুল জারি করেছেন। আসামিদের পক্ষে ছিলেন অশোক কুমার বণিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ বলেন, চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার মোহাম্মদপুরে আবেদ মঞ্জিলের তৃতীয় তলায় হাসিনা ও পলি আক্তার নামে দুইজন দেহ ব্যবসা শুরু করেন। তারা ওই ভবনে গার্মেন্টসের নিরীহ শ্রমিকদের এনে পতিতাবৃত্তিতে উদ্বুদ্ধ করেন। কয়েকজনকে জোরপূর্বক এ কাজে যুক্ত করান। ঘটনাটি পুলিশের নজরে আসে।

তিনি বলেন, পুলিশ গত ৭ নভেম্বর ভিকটিম হিসেবে যারা ওইখানে ছিল, তাদের উদ্ধার করেন। তখন পলি আক্তার ও হাসিনাকে গ্রেপ্তার করে এসআই কাজী মাছুমুর রহমান। তাদের বিরুদ্ধে পাচঁলাইশ মডেল থানার এসআই মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি করা উচিত ছিল নারী নির্যাতন প্রতিরোধ আইনের ৫ ধারায়। এ কারণে আদালত উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে পুলিশের ওই কর্মকর্তাকে তলব করেন আদালত।

এমএইচডি/ওএফ