ভুয়া ভিসায় যুক্তরাজ্য যাওয়ার সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক কারাগারে
ভুয়া ভিসা নিয়ে যুক্তরাজ্য যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় নাগরিক শাক্ত হিভেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবু তাহের মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তাকে আটক করেন।
বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক) ঢাকা পোস্টকে জানান, আটক যাত্রীর নাম শাক্ত হিভেল। তার বাড়ি ভারতের তামিল নাডুর পাল্লাভারামে। তিনি গত ২০ জানুয়ারি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, বেনাপোল সীমান্ত থেকে সড়কপথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এখানে আসার আগে চেন্নাইয়ে একজন ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি যুক্তরাজ্যের ভিসা নেন। ওই এজেন্টের নাম ডেভিড।
টিএইচ/জেডএস