বিএনপির মজনুসহ ২১ জনের আগাম জামিন
সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় দলটির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ২১ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ নভেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
বিজ্ঞাপন
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ নূরে আলম সিদ্দিকী।
পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে মঙ্গলবার (২ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করা হয়।
বিজ্ঞাপন
২৬ অক্টোবর (মঙ্গলবার) সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়।
এমএইচডি/এসএম