ডিআইজি মিজানসহ ৪ জনের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্যগ্রহণ
পুরনো ছবি
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মো. সোহেল নামে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করা হয়। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলায় মিজান ছাড়া অপর আসামিরা হলেন- মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত বছরের (২০২০ সাল) ২০ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
বিজ্ঞাপন
মামলাটিতে ২০১৯ সালের ১ জুলাই মিজান হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এরপর ওই দিনই শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। পরে (২ জুলাই) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে তাকে হাজির করা হয়। ওইদিন আদালতে তার পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে একই মামলায় ২০১৯ সালের ৪ জুলাই ভাগ্নে মাহমুদুল হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তারও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ২০২০ সালের ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ওই বছরের ৯ ফেব্রুয়ারি ডিআইজি মিজানের স্ত্রী ও ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।
টিএইচ/এমএইচএস