ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত জিসান হাবিব

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী জিসান হাবিব (১৭) হত্যার ঘটনায় করা মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে এ মামলায় আরও পাঁচ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আসামিদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- জাহাঙ্গীর ব্যাপারী ওরফে হৃদয়, রাকিব, তানভীর রহমান নেহাল, জিহাদ ও নুরুল ইসলাম রাব্বি।

জানা যায়, উত্তরা পশ্চিম থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মুনছুর আহমেদ বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা তিনদিনের রিমান্ড শেষে আসামি সুমন ও স্বপনকে আদালতে হাজির করেন। একইসঙ্গে আসামি সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জবানবন্দি নিয়ে আসামি সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামি স্বপনকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে বিচারক তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত রোববার (১৩ ডিসেম্বর) এ দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিক্ষার্থী জিসান হাবিব গত ২৮ নভেম্বর ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে তার মামার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ৯ ডিসেম্বর (বুধবার) রাতে সে তার এক আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিতে যায়।

বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টার দিকে জিসান তার অপর এক আত্মীয়ের সঙ্গে বাসে করে ধামরাই ফিরছিল। বাসটি উত্তরার আবদুল্লাপুরে পৌঁছালে এক ছিনতাইকারী জানালা দিয়ে জিসানের মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ সময় জিসান ও সঙ্গে থাকা আত্মীয় বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে। একপর্যায়ে জিসানকে ছুরিকাঘাত করে মোবাইলফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ছিনতাইকারী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, ছুরিকাঘাতের পর জিসানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিসান হাবিব নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে। সে স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল। দুই ভাই ও তিন বোনের মধ্যে জিসান ছিল তৃতীয়।

টিএইচ/টিএম/এফআর