অনলাইনেই পাওয়া যাবে ‘অল চিকেন নো বান’
চিকেনপ্রেমীদের জন্য কেএফসি নিয়ে এসেছে অল চিকেন নো বান ‘ডাবল ডাউন’। গোল্ডেন ব্রাউন ২টি হট অ্যান্ড ক্রিস্পি ফিলের মাঝে ক্রিমি ফাহিতা মেয়ো এবং উডফায়ার সিজনিং ছড়িয়ে দেওয়া হয়েছে। যা এর স্বাদকে আরও বাড়িয়ে দিয়েছে।
ফ্রাইড চিকেনের এই ক্রাঞ্চকে দিগুণ করতে যোগ করা হয়েছে তাজা লেটুস এবং পেঁয়াজের কুচি। এই সবকিছুর সঙ্গে আরো যোগ করা হয়েছে চিজ যা, আপনাকে দেবে স্বাদের এক পারফেক্ট ব্যালেন্স।
বিজ্ঞাপন
সারাদেশে প্রতিটি কেএফসি স্টোরে ডাবল ডাউন পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৯ টাকায়। ডাইন ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কেএফসি অ্যাপসহ সবখানে এটি পাওয়া যাচ্ছে।
বান ছাড়া শুধুই চিকেন দিয়ে তৈরি ডাবল ডাউন কেএফসি’র একটি ভিন্নধর্মী আইটেম।
বিজ্ঞাপন
ট্রান্সকম ফুড লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশের কাস্টমারদের জন্য এই স্পেশাল আইটেমটি আনতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি বিশ্বজুড়ে কাস্টমারদের মন জয় করেছে। কাস্টমারদের ব্যতিক্রমী স্বাদে মন ভোলাতেই আমরা ডাবল ডাউন নিয়ে এসেছি।
এএ