নিজেকে সবার মাঝে একটু আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশিই। দেশের ফ্যাশন হাউজগুলো এই নতুন প্রজন্মের ট্রেন্ডি ফ্যাশনের দিকটিকে মাথায় রেখেই সাজায় তাদের কালেকশন। দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভও এর ব্যতিক্রম নয়। এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে পরিচয় করিয়ে দিতেই তারা আয়োজন করেছে ফ্যাশন শো “টুয়েলভ রানওয়ে”।

১০ই মার্চ সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের রুফটপে আয়োজিত এই ফ্যাশন শো’তে অংশ নেন দেশসেরা অর্ধশতাধিক মডেল। আজরা মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এই ফ্যাশন শো’তে ছিলেন বিনোদন জগতের জনপ্রিয় সব সেলিব্রেটিরা। পাশাপাশি দেশসেরা সাংবাদিকদের পদচারণায় রীতিমতো মিলনমেলায় পরিণত হয়েছিল এই ফ্যাশন শো। এছাড়া টুয়েলভের প্রিভিলাইজড কাস্টমাররাও এখানে উপস্থিত ছিলেন।

টুয়েলভ তার ঈদের কালেকশনে সবসময়ই ঋতু বৈচিত্রের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুটি ভাগেই নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের ঈদ কালেকশন। এই কালেকশনের নাম তারা দিয়েছে “রয়েল ডেলিকেসি”।

অনুষ্ঠানে টুয়েলভের পক্ষ থেকে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ হিল রাকিব এবারের ঈদ কালেকশন নিয়ে বলেন, “আমরা শুধুমাত্র পোশাকের কথাই চিন্তা করি না, আধুনিক ট্রেন্ড এবং ফ্যাশনের কথা মাথায় রেখেই কালেকশন সাজাবার চেষ্টা করি। আমরা চাই প্রতিটি মানুষ আমাদের তৈরি পোষাকে আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং উৎসবকে মনে প্রানে ধারণ করুক।” ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ছিলেন বাংলাদেশের কিংবদন্তী ও জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ।