রান্নাঘরে খাবারের অপচয় যেভাবে বন্ধ করবেন
অনেক সময় রান্না করতে গিয়ে অনুমান ভুল হয়। এতে খাবারও নষ্ট হয়। এ জন্য চাই রান্নার পূর্ব প্রস্তুতি। আপনি কীভাবে খাবারের পরিকল্পনা করতে পারেন? খাবার যাতে নষ্ট না হয় সেজন্য পরিকল্পনা জরুরি।
টিপস রয়েছে যা অনুসরণ করে রান্নাঘরে খাবারের অপচয় বন্ধ করার চেষ্টা করতে পারেন-
বিজ্ঞাপন
» আপনি মুদি কেনাকাটা করার আগে, আপনার ফ্রিজে কী আইটেম রয়েছে তার একটি তালিকা তৈরি করুন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
» সম্ভব হলে প্রথমেই ঠিক করুন যে আপনি এক সপ্তাহ ধরে প্রতিদিন কোন সবজি রান্না করতে চান এবং সেই অনুযায়ী কিনুন।
» আপনি যদি মনে করেন যে আপনি পরে অবশিষ্ট খাবার খেতে পারেন, তবে সেগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রাখুন। যাতে খাবার নষ্ট না হয়।
» যদি সম্ভব হয়, তিন-চার দিনের মূল্যের সবজি সংগ্রহ করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে হবে। যাতে সেগুলো নষ্ট না হয়।
এমএসএ