সনাতন বাঙালিদের মধ্যে জামাইষষ্ঠীর রেওয়াজ বেশ পুরনো। অনেক আয়োজন করেই তারা এটি পালন করে থাকেন। এ উপলক্ষে এবার দেশের নামকরা ফ্যাশন হাউস বিশ্বরঙ আয়োজন করছে ‘সেরা জামাই যুদ্ধ’ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারেন আপনিও।

বিশ্বরঙ জানায়, জামাইষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকে জামাইষষ্ঠী পালন হয়ে আসছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। শ্বশুরবাড়ি থেকে ষষ্ঠী পূজার দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানানো হয়।

জামাইষষ্ঠী পূজার দিন সস্ত্রীক উপস্থিত হলে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়, ষষ্ঠী পূজা রূপান্তরিত হয় জামাইষষ্ঠীতে। এ উৎসবের বিশেষত্ব, যে পরিবারে সদ্য বিবাহিত কন্যা রয়েছে, সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়।

উৎসব-পার্বণ উদযাপনে ২৬ বছর ধরে অগ্রগামী ভূমিকা পালন করছে বিশ্বরঙ। সেই ধারাবাহিকতায় আগামী ১ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ (১৬ জুন, ২০২১) বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে প্রথমবারের মতো ‘সেরা জামাই যুদ্ধ’র আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

‘বিশ্বরঙ সেরা জামাই যুদ্ধ’তে অংশগ্রহণ করবেন যেভাবে-

১. মেয়ে-জামাইয়ের একসঙ্গে তিন কপি ছবি, ২. নাম, ৩. ফোন নম্বর, ৪. ঠিকানা

ছবি পাঠানোর শেষ তারিখ ১০ জুন ১২টা। ছবি পাঠানোর ঠিকানা : br.jamaisosti@gmail.com। এছাড়া যোগাযোগ করতে পারেন ০১৮১৯ ২৫৭৭৬৮ নম্বরে।