সেইলরের শীত সম্ভার
ফ্যাশন প্রেমীদের পছন্দের ঋতু শীতে সেইলর নিয়ে এসেছে আকর্ষণীয় শীত কালেকশন ‘গেট দ্য গ্যাং ব্যাক ক্যাম্পেইন’ ক্যাম্পেইন থিমে। সবাই স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছে। জীবনের এই উদযাপন শুরু করার জন্য প্রয়োজন বন্ধুদের কাছে ফিরে যাওয়া। এই প্রতিপাদ্য সামনে রেখে সেইলর এবারের শীতের সম্ভার প্রচারণার মূল স্লোগান রেখেছে ‘গেট দ্য গ্যাং ব্যাক ক্যাম্পেইন’।
এই শীতে তরুণদের উষ্ণ রাখতে সেইলরে ফরমাল থেকে ক্যাজুয়াল- যেকোনো স্টাইলিংয়ে নিজেকে উপস্থাপনের জন্য সম্ভারে সমাহার ঘটেছে নানা পোশাক। ছেলেদের উইন্টার ওয়্যারে থিমেটিক উপস্থাপন এবং স্পোর্টস ওয়্যার পেয়েছে প্রাধান্য, সঙ্গে আছে লাইটওয়েট উইন্টার ওয়্যার। পাশাপাশি ব্যবহার করা হয়েছে নতুন ফ্যাব্রিক্যাশন্স- শাইনি ট্রাইকোট ফ্যাব্রিক, প্রিমিয়াম ইন্টারলক ফ্যাব্রিক। এছাড়া প্যাটার্ন এবং কাটে রয়েছে ভিন্নতা। কাট এন্ড সিউ, কালার ব্লক, থাম্ব হোল স্লিভ, হাই নেক, টাই-ডাইসহ সেইলর ব্র্যান্ড রিলেটেড গ্রাফিক্যাল ডিজাইন ফুটে উঠেছে শীতে ছেলেদের পোশাকে। সম্ভারে আছে হুডি, ট্যাকার জ্যাকেট, বোম্বার জ্যাকেয়াত, ভিন্টেজ লেদার বাইকার জ্যাকেট, সোয়েটশার্ট, জগার সেট, নিট শার্ট।
বিজ্ঞাপন
মেয়েদের সংগ্রহে এবার নতুন যোগ হয়েছে ভিন্ন থিমের সম্ভার উপস্থাপন। ফ্লোরাল এবং স্ট্রাইপ ফ্যাশন ব্লেজার সেট, লং কোট,সুয়েড এবং ভেলভেট এর কাপড়ে তৈরি রকার ক্রপড জ্যাকেট এবং মিড লেংথ জ্যাকেট, স্পেশাল কালেকশন এর টাই-ডাই সোয়েট শার্ট সেট, যা বানানো হয়েছে নতুন ট্রেন্ড অনুযায়ী নতুনত্বে একধাপ এগিয়ে থাকার জন্য। সেইসঙ্গে আছে ফ্যাশনেবল ডিজাইনের স্টাইলিশ কম্ফোর্টওয়্যার যা স্লিপওয়্যার হিসেবে পরিধেয়।
বিজ্ঞাপন
ছোটদের কথাও ভোলেনি সেইলর। তাই তাদের জন্যও তৈরি বৈচিত্র্যময় শীত সংগ্রহে আছে এডভেঞ্চার এবং কালার থিম নিয়ে নানান রকমের ডিজাইন। ছোটদের পছন্দের কার্টুন ক্যারেকটার এর উইন্টার ড্রেস, সোয়েটশার্ট সেট, টাই-ডাই হুডি, ট্র্যাক সুট, প্লে সেট, নিট ব্লেজার, বিভিন্ন ধরনের ডেনিম, লেগিন্স, জেগিন্সের ভ্যারিয়েশন।
যেকোনো লুকের সম্পূর্ণতায় একান্ত প্রয়োজন সঠিক অনুষঙ্গ। এ কারণে সেইলর শীত সম্ভারে রয়েছে তরুণ-তরুণী ও শিশুদের জন্য স্নিকার, ফরমাল শু, পার্টি শু, সাথে রয়েছে বিভিন্ন শেপ এর ট্রেন্ডি ব্যাগ। সেইলরের শীতের কালেকশন পাওয়া যাচ্ছে সব আউটলেট ও sailor.clothing এ।