নারী উদ্যোক্তাদের মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে মনের বন্ধু
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তৈরি অনলাইন মার্কেটপ্লেস আনন্দমেলার এক হাজার পাঁচশ নারী উদ্যোক্তাকে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘মনের বন্ধু’।
ইউএনডিপি জানায়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার জন্য ইউএনডিপির আনন্দমেলা চালু করে। করোনা মহামারির কারণে অনেক উদ্যোক্তা ব্যবসায় প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। ফলে তাদের উদ্যোগ কিছুটা ক্ষতির মুখে পড়ে। অনেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। মনের নানা সমস্যা নিয়ে মনের বন্ধু উদ্যোক্তাদের সঙ্গে কাজ করছে। যাতে তারা উদ্যোমী হতে পারে ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ইউএনডিপির আনন্দমেলা উইং প্রজেক্টের কো-অর্ডিনেটর সারাহ জিতা বলেন, আমরা মূলত নারীদের নিয়ে কাজ করি। অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। কোভিডের সময়ে অনেকেই আনন্দমেলার সোশ্যাল মিডিয়া পেইজে তাদের নতুন উদ্যোগ নিয়ে অনেক সমস্যার কথা লিখেছেন। তারা তাদের উদ্যোগগুলো নিয়ে চিন্তায় ছিলেন। পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই উদ্যোক্তাদের সাহায্য করতে আনন্দমেলা ও মনের বন্ধু যৌথভাবে কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় যারা তাদের সমস্যার কথা লিখেছেন তাদের তালিকা করে আমরা ১৫০০ নারী উদ্যোক্তাকে মানসিক স্বাস্থ্যসেবা পর্যায়ক্রমে দিচ্ছি।
মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা বলেন, আনন্দমেলার নারী উদ্যোক্তাদের মানসিকভাবে সাপোর্ট করতে কাজ করছে মনের বন্ধু। এজন্য নানা রকমের সচেতনতামূলক কনটেন্ট, ভিডিও, অ্যানিমেশন ও মেডিটেশন তৈরি করছি আমরা। যাতে তাঁরা মনের যত্ন নিতে পারেন। চাপ মোকাবিলা করতে পারেন।
বিজ্ঞাপন
এএ