চট্টগ্রামে কনডোমিনিয়াম : এক ছাদের নিচে সবকিছু
প্রযুক্তির উন্নয়নের সাথে জনপ্রিয় হচ্ছে কনডোমিনিয়াম। অর্থাৎ মানুষ এখন এক জায়গায় সবকিছু চাচ্ছে। বিশেষ করে শিশুদের খেলার মাঠ, হাঁটার জায়গা, সুইমিং পুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
এছাড়াও ব্যায়ামাগার, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জায়গা, ব্যাংকের এটিএম বুথ, ফার্মেসি, নিত্যপণ্যের দোকানও থাকে কনডোমিনিয়ামে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে এক ছাদের নিচে নাগরিক জীবনের সব সুবিধা নিয়ে হাজির হয়েছে স্যানম্যার প্রপার্টিজ। বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীর ইয়াকুব ফিউচার পার্কে গড়ে উঠছে লাক্সারি কনডোমিনিয়াম।
বিজ্ঞাপন
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০ তলা ভবনের ছাদে স্কাইলাউঞ্জ, রুফটপ রেস্টুরেন্ট, ক্যাফে, জিম, স্পা ও সুইমিং পুলের সাথে অপরূপ চট্টগ্রাম উপভোগ করবে টুইন টাওয়ারের বাসিন্দারা। সকাল-বিকাল জগিং, ফ্যামিলি কিংবা গেস্টের সাথে সুন্দর সময় কাটানোর বড় পরিসরের সবুজ বাগান গড়ে তোলার পরিকল্পনা নিয়ে গড়ে উঠছে প্রজেক্টটি।
এছাড়া আধুনিক মানের স্কুল-কলেজ, হাসপাতাল, সুপারশপ থাকছে প্রজেক্টটির সাথে। আর ডক্টরস চেম্বার, গেমিং জোনসহ স্যানমার অরচ্যার্ড গার্ডেনের অ্যামেনিটিজ ও ফ্যাসিলিটিজ নগরবাসীর মাঝে একেবারেই নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে।
বিজ্ঞাপন
এএ