বইমেলায় মালেক মুস্তাকিমের কবিতার বই ‘আধেক জীবন আধেক ধুলো’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি মালেক মুস্তাকিমের নতুন কবিতার বই ‘আধেক জীবন আধেক ধুলো’। বইটি মেলায় এনেছে অন্যপ্রকাশ। বইমেলায় সংস্থাটির ২৩ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
মূলত, জীবনের শূন্যতা ও অপ্রাপ্তির আবহে নাগরিক ক্লেদ, চিৎকার, হতাশা ও বহুত্ববাদের সামষ্টিক ও ব্যক্তিক দ্বিধা এবং প্রতিদিনের যাপিত জীবনের সংকট ও সম্ভাবনার এক ভেষজ বয়ান ‘আধেক জীবন আধেক ধুলো’। বইমেলায় অন্যপ্রকাশের প্যাভিলিয়ন ছাড়াও রকমারি ডট কম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
বিজ্ঞাপন
কবি মালেক মুস্তাকিম এ সময়ের একজন নন্দিত তরুণ কবি। দীর্ঘসময় ধরে কবিতার সঙ্গে বসবাস। কবিতায় তার রয়েছে নিজস্ব স্বর, ভাষা ও ভঙ্গি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লিটল ম্যাগ ও সাহিত্য সাময়িকীর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আধেক জীবন আধেক ধুলোসহ এখন পর্যন্ত তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ৮টি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রকাশিত বইগুলো হচ্ছ — ভুলের ভূগোল, তোমার সাথে হাঁটে আমার ছায়া, একান্ত পাপগুচ্ছ, আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে, সেলাই করা হাওয়ার গান তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবিতায় অনবদ্য অবদানের জন্য তরুণ এই কবি পেয়েছেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩।
আরএইচটি/এমএসএ