রিয়াজুল হকের 'দ্য আর্ট অব পিস' এবং 'দ্য সিক্রেট অব সাকসেস'
অমর একুশে গ্রন্থমেলায় লেখক ও গবেষক রিয়াজুল হক এর 'দ্য আর্ট অব পিস' এবং 'দ্য সিক্রেট অব সাকসেস' নামে গবেষণাধর্মী দুটি বই এসেছে। বই দুটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে 'দ্য আর্ট অব পিস' বইটি প্রকাশিত হয়েছে, যার প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।
বিজ্ঞাপন
'দ্য আর্ট অব পিস' সম্পর্কে লেখক রিয়াজুল হক বলেন, আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, পবিত্র কুরআন মনে হয় শুধু জান্নাতের শান্তির কথা বলা বলেছে। বিষয়টা আসলে সেরকম নয়। দুনিয়ায় কীভাবে শান্তিতে থাকা যায়, কুরআনে সেই কথাও উল্লেখ আছে। কারণ দুনিয়ায় শান্তিতে না থাকতে পারলে আপনি কোনোকিছুই ঠিক মতো করতে পারবেন না। এমনকি ঠিক মতো ইবাদত করার জন্য হলেও শান্তিতে থাকা প্রয়োজন। অর্থাৎ পরকালের প্রয়োজনেই দুনিয়ায় শান্তিতে থাকা দরকার। পবিত্র কুরআনের আলোকে লেখা বইটি পাঠকের জন্য মহৌষধের মতো কাজ করবে।
'দ্য আর্ট অব পিস' বইটি অন্বেষার ওয়েবসাইট, পিবিএস, রকমারিসহ অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের ৭০৯-৭১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে লেখকের 'দ্য সিক্রেট অব সাকসেস' নামে আরেকটি বই, যার প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান।
'দ্য সিক্রেট অব সাকসেস' প্রসঙ্গে লেখক রিয়াজুল হক বলেন, পৃথিবীর জীবন এবং আখিরাতে আমরা সাকসেস চাই। সেই সাকসেস কীভাবে অর্জন করা সম্ভব, সেটা মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলে দিয়েছেন। হাদিসেও বিষয়গুলো এসেছে। এখন প্রয়োজন পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলা এবং রাসূল (সা.)-কে অনুসরণ করা। যদি আমরা সেইভাবে জীবন পরিচালনা করতে পারি, তাহলে ইহকাল পরকাল সবখানেই সফলতা অর্জন সম্ভব।
'দ্য সিক্রেট অব সাকসেস' বইটি রকমারিসহ অমর একুশে বইমেলার পরিবার পাবলিকেশন্সের ৭৩৬-৭৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।