ইমন চৌধুরী'র উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’
অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় কথাসাহিত্যিক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অন্য কেউ অন্য কোথাও’। উপন্যাসটি প্রকাশ করেছে গ্রন্থকুটির।
নতুন উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘এ উপন্যাসের শুরুতেই এসেছে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখলের প্রসঙ্গ। তবে এটি রাজনৈতিক উপন্যাস নয়। পাঠককে সময়ের কথা স্মরণ করিয়ে দিতেই সাবেক এ সেনাশাসকের ক্ষমতা গ্রহণের প্রসঙ্গটি এসেছে। মূলত আশির দশককে কেন্দ্র করে রচিত হয়েছে এ উপন্যাস। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটকবিহীন সে সময়ের গল্প তুলে আনার চেষ্টা করেছি আমার উপন্যাসে। একটি জেলা শহর, একটি সরকারি কলোনি, বিভিন্ন জেলা থেকে বদলির সুবাদে আসা অসংখ্য পরিবার। তাদের সুখ-দুঃখ, প্রেম, বিচ্ছেদের আখ্যান-অন্য কেউ অন্য কোথাও। এ উপন্যাস অনেক পাঠককেই স্মৃতিকাতর করে তুলবে।’
বিজ্ঞাপন
উপন্যাসটির প্রচ্ছদ করেছেন রিয়াজুল আলম শাওন। ১২৮ পৃষ্ঠার এ উপন্যাসটির মলাট মূল্য ৩৫০ টাকা। এছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইন বুকশপগুলো থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
বিজ্ঞাপন